Saturday , 7 December 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. ধর্ম ও জীবন
  11. নির্বাচিত কলাম
  12. প্রবাস জীবন
  13. প্রযুক্তি
  14. বাণিজ্য
  15. বাংলাদেশ

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 7, 2024 12:34 pm

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটি ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়েছে ৫৬ রানে।

টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দিয়ে হেরে বসেছিল রংপুর। এরপরই দুর্দান্ত প্রত্যাবর্তন। টানা দুই জয়ে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিটি পা রাখে ফাইনালে। তবে সৌম্য-রিশাদ-আফিফের এনওসি না বাড়ানোয় ১১ জনের দল পাওয়াটাই প্রধান দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় তাদের।

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনা কাটিয়ে ১১ জনের দল নিয়েই মাঠে নামে রংপুর। গায়ানায় টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সৌম্য সরকার ও স্টিভেন টেইলর পাওয়ার প্লে-তে তোলেন ৪০ রান। এরপরই হাত খোলেন দুজনে।

দুই প্রান্ত থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সৌম্য ও টেইলর। উদ্বোধনী জুটিতে টুর্নামেন্টের রেকর্ড ১২৪ রান তুলেছেন দুজ। টেইলরের পর ফিফটি করেছেন সৌম্যও।

টেইলর ৬৮ করে ফিরলেও, সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৬ রানে। ৩ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় রংপুর।

রান তাড়ায় ভালো শুরু পায় ভিক্টোরিয়াও। শুরু থেকেই মেরে খেলতে থাকে অস্ট্রেলিয়ার রাজ্য দলটি। পাওয়ার প্লে-তে আসে ১ উইকেটে ৫৪ রান। এরপরই ছন্দপতন।

হারমিত-রিশাদ-সাইফের স্পিনে ভেঙে পড়ে ভিক্টোরিয়ার ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৬৫ থেকে শতরান পেরোনোর আগেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে ম্যাচে ফেরা ছিল প্রায় অসম্ভব।

ওপেনার জো ক্লার্কের ব্যাটে আসে সর্বোচ্চ ৪০ রান। বাকি কেউ আর বলার মতো লড়াই করতে পারেননি। ১১ বল বাকি থাকতেই ১২২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়ার ক্লাবটি।

ফাইনালে ৮৬ আর পাঁচ ম্যাচে ১৮৮ রানের সুবাদে ম্যাচ সেরা ও সিরিজ সেরা দুটি পুরস্কারই উঠেছে সৌম্য সরকারের হাতে। প্রথমবার বৈশ্বিক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই শিরোপা জয়ের উৎসবে মাতে রংপুর।

Facebook Comments Box

সর্বশেষ - বিশ্ব

আপনার জন্য নির্বাচিত