সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশত্যাগের পর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনে তৎপরতা শুরু হয়েছে।
গতকাল সোমবার দেশটির রাজধানী দামেস্কে হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি, এইচটিএস’র নেতা আহমেদ আল-শারা ও বিরোধীদলীয় নেতা আল-বশিরের সঙ্গে বৈঠক করছেন বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি। এরপর স্যালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন ক্ষমতাচ্যুত বাশার আল আসদের প্রধানমন্ত্রী।
নতুন সরকারের প্রধান হতে পারেন মোহাম্মদ আল-বশির। তিনি দেশটির ইদলিব প্রদেশে এইচটিএস পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিরিয়ায় দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত রবিবার ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ। ১২ দিনের অভিযানে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)।