ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় প্রায়ই উচ্চস্বরে গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠানের কারণে শব্দদূষণ যেন দূরই হয় না। ফলে টিএসসি সংলগ্ন দুই আবাসিক হলের নারী শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাতসহ নানা ভোগান্তিতেতে পড়তে হয়। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বাসভবন এলাকায় উচ্চস্বরে গান বাজানো কর্মসূচি পালন করেছেন হল দুটির শিক্ষার্থীরা।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবন সংলগ্ন ভিসি চত্বরে সাউন্ডবক্স-থালাবাসন বাজিয়ে, নেচে-গেয়ে এবং স্লোগান দিয়ে প্রতিবাদ জানান রোকেয়া ও শামসুন নাহার হলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায় তাদের হল দুটি অবস্থিত। এর ফলে টিএসসি অডিটোরিয়াম, রাজু ভাস্কর্য, সড়কদ্বীপসহ বিভিন্ন জায়গার হওয়া কনসার্ট, বিভিন্ন অনুষ্ঠানের সাউন্ডবক্সের উচ্চশব্দে বিরক্ত তারা। এজন্য তাদের এই কর্মসূচি।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের শব্দদূষণ বন্ধ এবং নিরব ক্যাম্পাস তৈরির প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে তারা এখান থেকে যাবেন না।
এরপর রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিশ্ববিদ্যালয়ে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬.০০ ঘটিকার পর টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পীকার/ মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।