Tuesday , 3 December 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. ধর্ম ও জীবন
  11. নির্বাচিত কলাম
  12. প্রবাস জীবন
  13. প্রযুক্তি
  14. বাণিজ্য
  15. বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়ে উচ্ছ্বসিত নাহিদ রানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2024 5:00 pm

বল হাতে সেরা ছন্দে রয়েছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পাননি, সেই আক্ষেপটা জ্যামাইকা টেস্টে ঘোচাচ্ছেন গতির ঝড় তুলে। ক্যারিয়ার-সেরা বোলিংয়ে প্রথমবার নিয়েছেন পাঁচ উইকেট। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।

বাংলাদেশের ক্রিকেটে নাহিদ রানার আগমন গতির ঝড় তুলে। যে গতি দিয়ে একের পর এক ম্যাচে সবাইকে মুগ্ধ করে চলেছেন এই ডানহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে নিয়ে কৌতূহল ছিল। ওয়ালশ-অ্যামব্রোসদের দেশে নাহিদের গতি ঝড় দেখতে মুখিয়ে ছিলেন ইয়ান বিশপও। প্রথম ম্যাচে হয়নি, তবে জ্যামাইকায় ঠিকই দেখা মিলেছে রানার গতির।

টাইগারদের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর জ্যামাইকা টেস্টেও একটা সময় পিছিয়েই ছিল মেহেদি মিরাজের দল। সেখান থেকেই তৃতীয় দিনে বল হাতে নিয়ে হিসেবটাই উল্টে দিয়েছেন রানা। গতি, বাউন্স, বৈচিত্র আর লাইন-লেন্থে নাকাল করেছেন ক্যারিবীয় ব্যাটারদের।

একে-একে তুলে নিয়েছেন ব্র্যাথওয়েট-লুইস-হজ-জোসেফ আর রোচকে। ক্যারিবীয়দের মাটিতেই গতির ঝড়ে নাকানি-চুবানি খাইয়েছেন তাদের। ক্যারিয়ারে প্রথমবার নিয়েছেন পাঁচ উইকেট। তাতে উচ্ছ্বসিত রানা।

সট প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েও, লিড নিতে বড় ভূমিকা রেখেছেন রানা। দ্বিতীয় ইনিংসে দলকে নিয়ে আশাবাদী তিনিও।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে বোলিং সহায়ক পরিস্থিতিই আসার সম্ভাবনা বেশি। এমন অবস্থায় রানার ভাবনা বাড়তি কিছু চেষ্টা না করে লাইন লেন্থ অনুযায়ী বল করা,

Facebook Comments Box

সর্বশেষ - বাণিজ্য