থার্টিফার্স্ট নাইটে তরুণ প্রজন্মকে প্রকাশ্যে ‘পানি-টানি’ না খাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে অনেক সময় আমাদের ইয়াং জেনারেশনের ভেতরে উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। আপনারা যদি তাদের একটু আগে থেকে বুঝান যে, এইটা করা ঠিক না। অনেক সময় তারা বিভিন্ন ধরনের পানি টানি খায়। এইগুলোও আপনারা একটু নিষেধ করতে পারেন।’
থার্টিফার্স্ট নাইটে নরমাল বারগুলো বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না, সেহেতু আমরা থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানোর বিষয়ে নিষেধ করেছি, কেউ যেন ফানুস না ওড়ায়।’
এ সময় কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা আছেন, সেই তালিকা পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে তারা কত দিন পর্যন্ত এ দেশে থাকতে পারবেন।
সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না।
Facebook Comments Box