Tuesday , 31 December 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. ধর্ম ও জীবন
  11. নির্বাচিত কলাম
  12. প্রবাস জীবন
  13. প্রযুক্তি
  14. বাণিজ্য
  15. বাংলাদেশ

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 31, 2024 10:31 am

অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ কর্মসূচির দিনে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটি। সোমবার রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন ঘোষণার পর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না,তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় নানা মহলে। রাতেই এই নিয়ে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। তবে অনিশ্চয়তা আরো বাড়ে যখন রাত গভীর হলেও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া থেকে বিরত থাকেন।

পরে রাত একটার কিছু আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিশ্চিত করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করবেন তারা। তবে ঘোষণাপত্র ঘোষণা হবে কি না তা নিশ্চিত করেননি তিনি।

এরপর রাত দেড়টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।

Facebook Comments Box

সর্বশেষ - বাণিজ্য