সমুদ্র ভ্রমণে যেন ভিন্ন মাত্রা যোগ করেছে শীত। পর্যটন নগরী কক্সবাজারে শীত জেঁকে বসলেও ভ্রমণ পিপাসুদের ক্লান্তি নেই। বছরের প্রথম ছুটির দিনে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত।
শীত ভ্রমণের মৌসুম। আর তাইতো অবকাশ যাপনে অনেকে যান পাহাড়ে। কেউবা সাগরে। সাগরের তুলনায় পাহাড়ে শীত তুলনামূলক বেশি। তাই শীতে ভ্রমণের আকর্ষণীয় স্থান সমুদ্র সৈকত। পর্যটকদের ভিড়ে মুখরিত কক্সবাজার।
স্কুলে এখনো তেমনভাবে শুরু হয়নি ক্লাস। তাই মা-বাবা আত্মীয় স্বজনদের সঙ্গে শিশুরা চলে এসেছে সমুদ্র দর্শণে। কক্সবাজারেও শীত জাঁকিয়ে বসেছে। তবু সৈকতে বালি নিয়ে খেলাধুলায় মগ্ন বাচ্চারা।
আজ শুক্রবার সকাল থেকেই কলাতলী থেকে লাবনী পয়েন্ট; সৈকতজুড়েই পর্যটকদের আনন্দমুখর পদচারণা। দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শীত শীত এমন পরিবেশ ভ্রমণ পিপাসুদের মাঝে তৈরী করেছে রোমাঞ্চকর অনুভূতি। সমুদ্র স্নানেও মগ্ন পর্যটকেরা। তাই দুর্ঘটনা রোধে তৎপর লাইফগার্ডও।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সমুদ্র শহরে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সতের ডিগ্রী সেলসিয়াস।