দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না। সংসারে বিচ্ছেদে তিনি একেবারেই ভেঙে পড়েছেন। এরই মধ্যে আরও একটি শোক সংবাদের মুখোমুখি হতে হলো তাকে। বাবা হারালেন জনপ্রিয় অভিনেত্রী।
অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে। এর মাঝে মারা গেছেন সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু।
শোকস্তব্ধ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন আবেগঘন পোস্ট। সেখানে লিখেছেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা’। সঙ্গে ভগ্ন হৃদয়ের ইমোজি ব্যবহার করেন।
বাবা হিসেবে জোসেফ অত্যন্ত স্নেহময়, আদুরে ছিলেন তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।
চেন্নাইয়ে জোসেফ প্রভু ও নিনেট প্রভুর কন্যা সামান্থা। তেলুগু অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারের সন্তান জোসেফ তার মেয়েকে জীবন গড়ার জন্য অনুপ্রাণিত করেছেন। বিনোদন দুনিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করেছেন মেয়ে। তার এই চড়াই-উৎরাইয়ের সফরে ঢাল হয়ে দাঁড়িয়েছে পরিবার, সে কথা বারবার স্বীকার করেছেন সামান্থা।
বাবা হিসেবে জোসেফ অত্যন্ত স্নেহময়, আদুরে ছিলেন তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।
তবে অতীতে এক সাক্ষাৎকারে বাবার প্রসঙ্গে সামান্থা জানিয়েছিলেন, তার বাবা কখনওই তাকে মাথায় তোলেননি। পরীক্ষায় প্রথম হলেও বলে এসেছেন, এটাই সাধারণত করে থাকে সকলে। তাই নিজেকে ভাল ভাবার বা অন্যদের থেকে আলাদা ভাবার অবকাশ দেননি। বাবাই তাকে মাটির সঙ্গে জুড়ে থাকতে সাহায্যে করেছেন।
Facebook Comments Box