জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩২ কোটি ৬০ লাখ টাকা চলতি অর্থবছরের বাজেট থেকে ব্যয় করা হবে। বাকি অর্থ আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট থেকে ব্যয় করা হবে।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য শেয়ার করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।
নাহিদ ফেসবুক পোস্টে জানান, জুলাই আন্দোলনে শহীদদের প্রত্যেক পরিবারের জন্য ৩০ লাখ টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে। প্রথম ধাপে জানুয়ারিতে ১০ লাখ টাকা এবং জুলাইতে বাকি ২০ লাখ টাকা হস্তান্তর করা হবে। একইসঙ্গে আহতদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নগদ এক লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। পাশাপাশি চিকিৎসার প্রাসঙ্গিক ব্যয়ও পর্যায়ক্রমে মেটানো হবে।