পূজার ছুটি শেষে ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। তাঁদের গেজেট জারি করা হতে পারে চলতি সপ্তাহেই পূজার ছুটি শেষে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা আজ রোববার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, ৪৩তম বিসিএসের সব কাজ শেষ, পূজার পর গেজেট হতে পারে।
সরকার নির্বাহী আদেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করে। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আজ রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি।
৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের জন্য বেশ আগেই সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু এখনো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন না হওয়ায় নিয়োগের আশায় বসে থেকে হতাশ হয়ে পড়েছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করে নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।