Sunday , 13 October 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. ধর্ম ও জীবন
  11. নির্বাচিত কলাম
  12. প্রবাস জীবন
  13. প্রযুক্তি
  14. বাণিজ্য
  15. বাংলাদেশ

হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরি করে পাঠাবেন যেভাবে

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 13, 2024 6:41 am

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজেই অডিও ও ভিডিও কল করা যায়। আর তাই অনেকেই ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নিয়মিত অনলাইন সভা করেন। সরাসরি নির্দিষ্ট ব্যক্তিকে বা গ্রুপে কল করে এ ধরনের সভা করা গেলেও সম্প্রতি নতুন এক সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে গুগল মিট বা জুমের আদলে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে অডিও ও ভিডিও কলের লিংক পাঠিয়ে অনলাইন সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। একটি কল লিংক ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। আর তাই পরে যেকোনো সময় লিংকটি ব্যবহার করে অন্যদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে কলস ট্যাব অপশন নির্বাচন করতে হবে। এরপর কলস ট্যাবের নিচের ডানদিকে থাকা কল প্লাস আইকনে ট্যাপ করে নিউ কল লিংক অপশনে ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠায় কল টাইপ অপশন ট্যাপ করে প্রয়োজন অনুযায়ী ‘ভিডিও’ বা ‘ভয়েস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর সেন্ড লিংক ভায়া হোয়াটসঅ্যাপ অপশন ট্যাপ করে লিংকটি অন্যদের চ্যাট বক্সে পাঠানো যাবে। চাইলে শেয়ার লিংক অপশনের মাধ্যমে ই–মেইলের মাধ্যমেও অন্যদের পাঠানো যাবে লিংকটি।

Facebook Comments Box

সর্বশেষ - বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত