শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। একপর্যায়ে বিজিবি দেখতে পায়, নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় রোহিঙ্গা সদস্যরা অনুপ্রবেশ করছেন।
নৌকাগুলো নাফ নদীর তীরে পৌঁছালে বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দেয়। পরে নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৯ শিশু, ১১ নারী ও ৮ পুরুষ ছিলেন বলে জানান এ কর্মকর্তা।
তিনি বলেন, অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
Facebook Comments Box