স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে ছাত্রদের ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শনিবার সকালে তিনি একথা বলেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছেন গাজীপুরসহ দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী-যুব-ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন বলে। এবং তাকে এই আল্টিমেটামও দেওয়া হয়েছে এই কাজে ব্যর্থ হলে দেশব্যাপী ৩ মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে অভ্যুত্থানের সময়ের মতো ছাত্ররা মাঠে নামবে, ফ্যাসিবাদী দল ও তার বানানো কাঠামো ধ্বংস করেই কেবল তখন ঘরে ফিরবে।
Facebook Comments Box