রোববার (২৩ ফেব্রুয়ারি) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ০৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২০৮ দশমিক ৪১ পয়েন্টে ও ১ হাজার ১৬৩ দশমিক ৫৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪ দশমিক ০৩ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ০৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫০৩ দশমিক ৬৫ পয়েন্টে ও ৮ হাজার ৭৯৬ দশমিক ৫৩ পয়েন্টে।