সামান্য একটু এলাচ থেঁতো করে ফেলে দিলে বদলে যায় রান্নার স্বাদ। এ ছাড়া এই এলাচ দিয়ে কিন্তু ত্বকের যত্নও নেওয়া যায়। রাসায়নিক এড়িয়ে যারা ঘরোয়া উপাদান দিয়ে রূপচর্চা করতে চান, তারা বেছে নিতে পারেন হাতের কাছে থাকা এই মসলাটি
ত্বকের উজ্জলতায় ছোট এলাচ
ত্বক ভালো রাখতে অ্যান্টিঅক্সিড্যান্ট কাজ আসে। ‘মলিকিউলস’ নামে একটি জার্নালে প্রকাশ, ছোট এলাচে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এতে মেলে ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক অ্যাসিড ও এসেনশিয়াল অয়েল, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদান। এটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়।
ত্বকের পরিচর্যায় কীভাবে ব্যবহার করবেন?
১. ছোট এলাচ ভালো স্ক্রাবারের কাজ করে। ত্বক থেকে মৃত কোষ সরাতে স্ক্রাবিং জরুরি। এক চা-চামচ ছোট এলাচ গুঁড়ো, এক চা-চামচ মধু এবং এক চা-চামচ চিনি মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিন। মুখে পাঁচ মিনিট হালকা হাতে মালিশ করে কুসুম গরম পানিতে তা ধুয়ে ফেলুন। ঠোঁটের যত্নেও এই স্ক্রাবার ব্যবহার করতে পারেন।
২. ছোট এলাচ দিয়ে বানিয়ে ফেলতে পারেন টোনার। এক টেবিল চামচ ছোট এলাচের গুঁড়ো এক কাপ জলে মিশিয়ে নিন। তা বোতলে ভরে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন।
৩. এক টেবিল চামচ ছোট এলাচের গুঁড়ো, দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখ ফেশওয়াশ দিয়ে ধুয়ে বা স্ক্রাব করে নেওয়ার পর মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ছোট এলাচ ও মধুর মাস্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও উজ্জলতা ফেরাতে সাহায্য করবে।