টানা চার মাস রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারেরও বেশি। সে ধারা অব্যাহত রয়েছে অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও।
চলতি অর্থবছরের শুরু থেকে ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। পুরো নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ২২০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় যা প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। এ মাসে প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৩৩ লাখ ডলারের বেশি।
Facebook Comments Box