রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে আজ বুধবার লংমার্চ কর্মসূচি করছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পর তিন সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচি ঘোষণা করে। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এই কর্মসূচি পালন করছে বিএনপির প্রধান তিন অঙ্গ সংগঠন।
আজ বুধবার সকাল আটটায় রাজধানীর পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ কর্মসূচি শুরু হবার কথা রয়েছে। এরপর ভৈরব ও আখাউড়ায় সমাবেশ করে এই কর্মসূচি শেষ হবার কথা।
Facebook Comments Box