banglanews
Sunday , 19 January 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

এআই দিয়ে বানানো নকল ছবি শনাক্ত করবে গুগল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 19, 2025 11:16 pm

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যে কোনো কিছু জানতেই সেখানে সার্চ করছেন। গুগলে সার্চ বারের পাশাপাশি অসংখ্য ফিচার রয়েছে। যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজে লাগছে। এমনকি গুগলের সাহায্যে আপনি যে কোনো নকল ছবি শনাক্ত করতে পারবেন।

বর্তমানে অনেক অপরাধী বা দুষ্টু প্রকৃতির মানুষ এআইকে কাজে লাগাচ্ছে বিভিন্ন অসুদাপায়ে। নকল ছবি বানিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সামাজিকভাবে এবং মানসিকভাবে হেয় করছেন। এবার বড়সড় ভুয়া খবর এবং ভুল তথ্যের সমস্যা সামাল দেওয়ার জন্য গুগলের সাহায্য নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

এই মেসেজিং অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলে রিভার্স সার্চ ইমেজ করার ক্ষমতা পরীক্ষানিরীক্ষা করছে এবং এখন এটি ওয়েব হোয়াটসঅ্যাপ ভার্সনের ক্ষেত্রেও পরীক্ষা করা হচ্ছে। আসলে হোয়াটসঅ্যাপে কোনো কন্টেন্ট, ছবি এবং ভিডিও ফরওয়ার্ড করার অনুমতি দিয়ে থাকে। যা চেক করা হয় না। অর্থাৎ এই সব কন্টেন্ট ভুয়া হতে পারে। আর শেয়ার করার জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা ফেক কন্টেন্ট বা ছবি শনাক্ত করতে পারবেন। এমনকি সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবেন। হোয়াটসঅ্যাপের চ্যাট স্ক্রিনের একদম উপরে ডান দিকে একটি নতুন থ্রি-ডট মেন্যু অপশন পাওয়া যাবে। যে কোনো ছবিতে ব্যবহারকারীকে ক্লিক করতে হবে। আর এরপর গুগলের জন্য সার্চ অন দ্য ওয়েব অপশনে ট্যাপ করতে হবে। আর এভাবেই প্রকৃত ছবির ডাটাবেসে ঢোকার সুযোগ পাওয়া যাবে।

 

Facebook Comments Box

সর্বশেষ - খেলা