জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্বাচনের জন্য পাগল না হয়ে শাসন ব্যবস্থায় পরিবর্তনের জন্য আওয়াজ তুলতে হবে। এত রক্ত আর লাশের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা শুধু একটি নির্বাচনের মাধ্যমে শেষ হয়ে যাবে তা নয়।’
সোমবার জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আপনারা যদি মনে করেন শুধু নির্বাচনের জন্য এই গণভুত্থান হয়েছে তাহলে সেটা ভুল হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই দেশ এবং দেশের শাসন ব্যবস্থা এমনভাবে সংস্কার করুন যাতে করে ভবিষ্যতে আর কোনো আসাদ, নূর হোসেন কিংবা আবু সাঈদদের জীবন দিতে না হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ড. আতিক মুজাহিদসহ মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত।
এসময় তারা বলেন, আইয়ুব খানের সৈরাচারি শাসন পতনের জন্য আসাদকে শহীদ হতে হয়েছে। এরশাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গিয়ে নূর হোসেনকে শহীদ হতে হয়েছে। কিন্তু আফসোস আমরা তখন যদি এই শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারতাম তাহলে হাসিনার সৈরাচারি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবু সাঈদ, মুগ্ধদের শহীদ হতে হতো না।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান আলি, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাস, কেন্দ্রীয় সমন্বয়ক জেদনি প্রমুখ।