banglanews
Monday , 10 February 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে সেতুবন্ধন তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 10, 2025 10:14 am

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস খেলাধুলার মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ গড়ে তোলার জন্য উরুগুয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো এ গায়ানি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে বলেন, উরুগুয়ে এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, সামাজিক ব্যবসায় বিশ্বে বাংলাদেশ এগিয়ে থাকাটা প্রশংসনীয়।

গণহত্যার বিচার না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে : রিজভী

উরুগুয়ে বর্তমানে বাংলাদেশে উল, সয়াবিন এবং কৃষিজাত পণ্য রপ্তানি করে। যদিও পরিমাণটা খুব বেশি নয়, সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যের পরিমাণে দুই অংকে পৌঁছাটা অসাধারণ কিছু।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগের বিষয়ে আলোকপাত করেন এবং দুদেশের মধ্যকার ব্যবধান কমানোর ওপর জোর দেন।

বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, দুদেশেরই খেলাধুলার প্রতি অনুরাগ রয়েছে, বিশেষ করে ফুটবল। আমরা এর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি। আসুন আমরা অন্য ক্ষেত্রেও আমাদের সহযোগিতা গড়ে তুলি।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে তার দেশে প্রচারের জন্য রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। তিনি উরুগুয়ের নবায়নযোগ্য এবং পরিচ্ছন্ন শক্তির সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এবং উরুগুয়ে সম্পর্ক মজবুত করতে পারে এবং একে অপরের প্রতিযোগিতামূলক সুবিধার সুবিধা নিতে পারে, বাংলাদেশ তরুণ ও উদ্যমী মানবসম্পদ দিয়ে উরুগুয়েকে সমর্থন করে এবং উরুগুয়ে বাংলাদেশকে প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সহায়তা করে।

ওমরায় যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি

প্রফেসর ইউনূস প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিডাসহ প্রাসঙ্গিক সুবিধা প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য আলবার্তো এ গায়ানিকে পরামর্শ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা