বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশের শত্রু শেখ হাসিনাকে রাজার হালে বসিয়ে রেখেছে দিল্লি। আর সেখানে বসেই নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুকুমজারি করছে। গত ১৫ বছরে তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ সরকার।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি। এর আগে, লাকসাম বিএনপির কার্যালয় উদ্বোধন করেন তিনি।
ভারতকে হুঁশিয়ারি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানি আগে দিন। সীমান্তে গুলি বন্ধ করেন। আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপরেই দাঁড়াতে চাই। বুঝে নিতে চাই আমাদের হিস্যা।
তিনি বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর লড়াই করেছি। অনেকেই বলছেন আমরা ভোট ভোট করছি। মূলত নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা দেওয়া উচিত। আমরা আগেও ক্ষমতায় ছিলাম। আল্লাহ চাইলে আবারও ক্ষমতায় আসবো।
উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক সরওয়ার জাহান দোলন, আবুল হোসেন মিলন, সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী প্রমুখ।