banglanews
Monday , 24 February 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না : শামা ওবায়েদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 24, 2025 11:21 am

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তারেক রহমান সেই নেতা, যেই নেতা আগামীতে প্রধানমন্ত্রী হবেন। আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান এমন নেতা, যিনি একমাত্র ব্যক্তি তার ৩১ দফায় দিয়েছেন এক ব্যক্তি এক বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কারণ ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে জেলা বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত ৫ তারিখে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। অহংকার পতনের মূল। আমাদের সবার এটা মনে রাখা উচিত। সেটার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ মাসর পরও কেন বিএনপিকে জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে। হাসিনা পালিয়ে গেছে কিন্তু জিনিসের দাম কমে নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখনো নারীরা ধর্ষিত হচ্ছে, দেশে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ইউনূস সাহেব আপনি কোনো সংস্কার করতে পারেননি। এই ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। গত ১৫ বছর আপনারা যে যে ভাইয়েরই স্লোগান দেন সবাই জেল খেটেছেন, মামলা খেয়েছেন, গুম হয়েছেন। গত ১৫ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এই ১৫ বছর যারা মারা গেছে আমরা তাদের স্মরণ করি। এই জুলাই আগস্টে শেখ হাসিন যেসব বাচ্চাদের টার্গেট করে গুলি করেছে তাদেরকে আমরা স্মরণ করি।

শামা ওবায়েদ বলেন, আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি অর্থনীতির উন্নয়ন করতে হয়, যদি ব্যাংকিং খাত ঠিক করতে হয়, যদি একটি নতুন বাংলাদেশের জন্য এই ইয়াং জেনারেশন যে স্বপ্ন দেখছে সেই নতুন বাংলাদেশ যদি আমাদেরকে আনতে হয় তাহলে একটাই উত্তর তারেক রহমানের ৩১ দফা সারা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা কেন মাঠে নেমেছিল? কারণ একজন আমার এক ভাই তিন বেলা না খেয়ে থাকে, আরেক চোর হাজার হাজার টাকা বিদেশে পাচার করে। আমার এক ভাইয়ের যোগ্যতা থাকা স্বত্বেও চাকরি হয় না, আরেক চোরে মন্ত্রী ও এমপি ধইরে ঘুষ দিয়ে চাকরি নেয়। ওই বৈষম্যের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আমরা সেই নতুন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া ১০ টাকা, ১২ টাকা কেজি চাল খাওয়াইছে। আমরা ঘরে ঘরে থাকা দক্ষ ও যোগ্য যুবকদের চাকরি দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা জিয়ার সৈনিক। আমরা জনগণের পাশে থাকবো। জনগণের পাশে থেকে জনগণের সেবা করবো। আপনারা দেখেন বাংলাদেশের যখন বিপদ এসেছে, ক্রান্তিকাল এসেছে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এরশাদ স্বৈরাচার কায়েম করেছে তখন বিএনপি ঢাল হিসেবে দাঁড়িয়েছে। যখন এদেশে বন্য হয়েছে তখন বিএনপি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এদেশে কোভিড-করোনা হয়েছে তখন বিএনপি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের বিপদের সময় বিএনপি মানুষের পাশে থাকে। কিন্তু হাসিনা তার সঙ্গী সাথী রেখে পালিয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল এই বাংলাদেশে দুইটা পদ্মা সেতু হবে। ইনশাল্লাহ বিএনপি যখন রাষ্ট্র গঠন করবে তখন এদেশে আরেকটি পদ্মা সেতু হবে। শেখ হাসিনা ওই পদ্মা সেতু করতে যত টাকা লুটপাট করছে তার অর্ধেকের অর্ধেক টাকায় এই পদ্মা সেতু হবে। বিএনপি দুর্নীতিতে বিশ্বাস করে না। দুর্নীতি দমনে বিশ্বাস করে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন ও রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর কূটনীতিতে নতুন বার্তা

জয়কে অপহরণের মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

জয়কে অপহরণের মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

জামায়াত নেতাদের ফাঁসি হওয়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে: গোলাম পরওয়ার

ওবায়দুল কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লন্ডনে ১০ কোটির ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী

মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

‘জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব নয়’—ট্রাম্পের ঘোষণায় শঙ্কায় ১০ লাখ ভারতীয়

ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না : শামা ওবায়েদ