banglanews
Wednesday , 12 March 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

এমপিওভুক্তির দাবি মেনে নিল সরকার, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 12, 2025 10:20 am

শিক্ষকদের টানা ১৭ দিনের আন্দোলনের পর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ।

বুধবার থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা।

মঙ্গলবার রাতে প্রেসক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আলাপ আলোচনা মানববন্ধন ও স্মারক লিপির মাধ্যমে আমাদের দাবির স্বপক্ষে কার্যক্রম চালিয়ে আসছিলাম। আন্দোলনেরর ধারাবাহিকতায় মঙ্গলবার আমরা ওই দাবিতে প্রধান উপদেষ্টার সাক্ষাতের লক্ষ্যে পদযাত্রা করি। এসময় পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনা প্রস্তাব পাই।

তিনি আরো বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের ও একজন যুগ্ম সচিব। নন এমপিওদের পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিজ্ঞার নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল। এসময় শিক্ষা সচিব আমাদের সব কথা লিপিবদ্ধ করেন এবং উভয়েই আমাদের দাবি সঙ্গে একমত পোষণ করেন। আলোচনা চলার সময় সরকারের পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সচল সব শিক্ষা প্রতিষ্ঠান সরকার এমপিও প্রদানের সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছেন। এমতাবস্থায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ করেন।

অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা জানান, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব অভিমত পোষণ করে বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারে এমপিওর তালিকা প্রকাশ করা হবে। এমতাবস্থায় সরকার আমাদের এমপিও করণের দাবি মেনে নেওয়ায় সমন্বয়ক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ নাজমুস শাহাদাৎ আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম প্রমুখ।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত