banglanews
Saturday , 15 March 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

গভীর রাতে ৩৭ লাখ টাকাসহ ধরা এলজিইডির প্রকৌশলী

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 15, 2025 1:14 pm

নাটোরের সিংড়ায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৭ লাখ টাকাসহ সাবিউল ইসলাম নামে এলজিইডির এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে সিংড়ার চলনবিল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে শুক্রবার বিকেলে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সাবিউল গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। তিনি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, রাতে চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা-প্রাইভেটকারসহ নির্বাহী প্রকৌশলী সাবিউলকে থানায় নেয়া হয়।

ওসি বলেন, জমি বিক্রির ৩০ লাখ টাকা রয়েছে বলে প্রথমে জানিয়েছিলেন সাবিউল। পরে গণনা করে আরও ছয় লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। বিষয়টি উদঘাটন করার জন্য দুদককে জানানো হয়েছে। এছাড়া মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে যেকোনো সময় হাজির হতে বাধ্য থাকবেন তিনি।

এ প্রসঙ্গে এলজিইডির প্রকৌশলী সাবিউল ইসলাম জানান, জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। তবে পথে তাকে আটক করে পুলিশ।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা