banglanews
Sunday , 1 December 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

এবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 1, 2024 12:26 pm

ইসকনকাণ্ড নিয়ে সম্প্রতি বাংলাদেশের মধ্যে শুরু হওয়া আলোচনা-সমালোচনা এখন প্রতিবেশী দেশ ভারতেও প্রবাহিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আইএলএস হাসপাতাল।

শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, ওই হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, কলকাতা, ত্রিপুরা ও দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক আলোচনা হচ্ছে। সম্প্রতি ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারসহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং ভুল তথ্য প্রকাশ করা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতিবাদের ঘটনা নিয়ে ছবি ও পোস্ট ভাইরাল হওয়ার পর ভারতের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ পরিস্থিতিতে ভারতের হাসপাতালগুলোর পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত দুটি দেশের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কলকাতার জেএন রায় হাসপাতালও বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল এবং এবার ত্রিপুরার আইএলএস হাসপাতালও একই পদক্ষেপ গ্রহণ করেছে।

হিন্দুস্তান টাইমস জানায়, আইএলএস হাসপাতালের সামনে স্থানীয়রা বিক্ষোভ করেছিল, এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের চিফ অপারেটিং অফিসার পিটিআইকে জানিয়েছেন, তারা স্থানীয়দের দাবির সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আখাউড়া চেকপোস্টে থাকা হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে।

এদিকে ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সব রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া।

এর আগে, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা বাংলাদেশি রোগী দেখা বন্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, দেশ সবার আগে, রোজগার পরে এবং আশা করেন যে অন্যান্য চিকিৎসকও একই পদক্ষেপ নেবেন।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা