বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন,আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যে দেশে বর্তমান যুবসমাজ ও তরুণ সমাজের চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। একটি সুন্দর ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে পারি; যেই দেশে আর কোনোদিন স্বৈরাচারের জন্ম হবে না।
শুক্রবার রাজধানীর খিলক্ষেতে তলনা রুহুল আমিন খান উচ্চ বিদয়ালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খিলক্ষেত থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ব উল্লেখ করে তিনি আরও বলেন,গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার অনৈতিক ভাবে আমাদের যুবসমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছিল। সেই মাদক থেকে আমাদের যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করে মাদকমুক্ত করার জন্য আমাদের প্রত্যক বাবা-মা তার সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠে পাঠাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মো. আক্তার হোসেন,মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ প্রমুখ।