শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যাশা আর প্রতিশ্রুতি পূরণের স্বপ্ন দেখালেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, যুক্তরাষ্ট্র হবে একটি মুক্ত, সার্বভৌম ও স্বাধীন জাতি। আমেরিকার পতনের শেষ হয়েছে। শুরু হয়েছে সোনালি যুগের।
মামলা হামলার লড়াই মোকাবেলা করে বিজয়ীর মুকুট পড়লেন ট্রাম্প। শপথ নেয়ার পর দেয়া ভাষণে তিনি বললেন, তার ক্ষমতা নেয়ার মধ্য দিয়ে আমেরিকার স্বর্ণযুগের শুরু হয়েছে। এত উন্নতি আর সম্মান এনে দেবেন তিনি যে, মার্কিনিদের ঈর্ষা করবে সব দেশ। আমেরিকা হবে তার প্রথম অগ্রাধিকার।
নিজের অভিষেকের দিনকে স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, পতন থেকে উদ্ধার করে আমেরিকাকে আবার মহান করে তুলতে সৃষ্টিকর্তা তার জীবন বাঁচিয়েছেন। পুনরুদ্ধার করবেন সার্বভৌমত্ব। প্রতিষ্ঠা করবেন ন্যায়বিচার। অগ্রাধিকার হবে একটি গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন জাতি গঠন করা।
জনগণকে তাদের আস্থা, তাদের সম্পদ, গণতন্ত্র এবং স্বাধীনতা ফিরিয়ে দেয়ার রায় পেয়েছেন এবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ট্রাম্প।
বাইডেন সরকারের সমালোচনায় মুখর হয়ে ট্রাম্প বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের পরিবর্তন আজ থেকে শুরু হলো। এই পরিবর্তন হবে দ্রুত এবং স্থায়ী।
আমেরিকাকে কখনো দখল বা ভীত করা যাবে না। আমেরিকা কখনো ব্যর্থ হবে না ভবিষ্যৎ আমাদের বলে ভাষণ শেষ করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট।