banglanews
Wednesday , 22 January 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 22, 2025 4:35 pm

বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণে সব ধরণের সহায়তা দেবে জার্মানি। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এ প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, একাধিক দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে সুইজারল্যান্ডে পৌঁছার পর থেকেই প্রধান উপদেষ্টার ব্যস্ততা বেড়েছে। সফরসঙ্গী নিয়ে জুরিখ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি, সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের। এসময় বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণে, জার্মানি সব ধরণের সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দেন জার্মান চ্যান্সেলর।

ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে একটি সনদে সই করবে বলে এসময় তাকে জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু, বর্তমান পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার ইস্যু নিয়েও কথা বলেন। পরে প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ জানান চেয়ারম্যান ক্রিস্টোফ হিউজেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেক্সান্ডার স্টাবের বৈঠক হয়েছে। তাদের আলোচনায় রোহিঙ্গা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা স্থান পায়।

এছাড়া, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার।

সাইড লাইনে বৈঠকে, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে প্রধান উপদেষ্টাকে জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা