banglanews
Sunday , 9 March 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

বিএনপিকে ভোট দিতে চান ৪২% মানুষ, জামায়াতকে ৩২ ভাগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 9, 2025 10:38 am

আগামী নির্বাচনে ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিতে চান আর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ৩১ দশমিক ৬ শতাংশ। ৫৮ শতাংশ ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন চান। এ ছাড়া দেশের ৪১ শতাংশ মানুষ মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি অনেক বেড়েছে।

ইনোভিশন কনসালটিং নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার মাঠপর্যায়ের জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি। গত ৫ আগস্টের পর এটি তাদের দ্বিতীয় জরিপ। জরিপটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশের ৬৪ জেলায় পরিচালিত হয়েছে বলে ইনোভিশন কনসালটিং জানিয়েছে। ১০ হাজার ৬৯০ ভোটার এ জরিপে অংশ নেন।

সংবাদ সম্মেলনে ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারওয়ার। উপস্থিত ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজী শাহেদ এইচ ফেরদৌস ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুর। এতে সহযোগিতা করেছে আরো দুটি গবেষণা সংস্থাÑ ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

অধিকাংশ অংশগ্রহণকারী অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জরিপে উঠে এসেছে। এর মধ্যে ৬৯ দশমিক ৬ শতাংশ মনে করেন দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চান ৪৫ দশমিক ২ শতাংশ, কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।

ধর্মভিত্তিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে বলে এই জরিপে উঠে এসেছে। জরিপে প্রশ্ন করা হয়েছিলÑ আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? জবাবে ৪১ দশমিক ৭ শতাংশ বলেছেন বিএনপিকে ভোট দিতে চান আর জামায়াতকে ভোট দিতে চান ৩১ দশমিক ৬ শতাংশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৪ শতাংশ। ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলকে ভোট দিতে চান ৫ দশমিক ১ শতাংশ ভোটার। যদিও জরিপটি এনসিপিকে প্রতিনিধিত্ব করে না বলে জানিয়েছে ইনোভিশন কনসালটিং। কারণ জরিপটি ছাত্রদের নেতৃত্বাধীন নতুন দল আত্মপ্রকাশের আগেই পরিচালিত হয়।

‘গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি কেমন ছিল?’- এমন প্রশ্নের বিপরীতে ৪১ শতাংশ অংশগ্রহণকারী বলছেন, চাঁদাবাজি বেড়েছে। তবে ২৯ দশমিক ৮ শতাংশ মনে করছেন, চাঁদাবাজি কমেছে। চাঁদাবাজি পরিস্থিতি আগের মতোই আছে বলে মনে করেন ১৭ দশমিক ৮ শতাংশ।

অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল- কখন নির্বাচন চান। ৩১ দশমিক ৬ শতাংশ ভোটার ২০২৫ সালের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন চান বলে মত দেন। ২৬ দশমিক ৫ শতাংশ মনে করেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক।

যদিও গত কয়েক মাসের রাজনৈতিক ডামাডোলে বিএনপি ও তার মিত্ররা চলতি বছরের মধ্যে ভোট চেয়েছে। অপরদিকে জামায়াতসহ কিছু ধর্মভিত্তিক দল ও জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে।

জরিপটির ফলাফল অনুযায়ী তরুণদের কাছে টানার ক্ষেত্রে বিএনপি ও জামায়াত প্রায় সমানভাবে এগিয়ে আছে। তবে তুলনামূলক বয়স্করা বিএনপিকেই বেশি পছন্দ করছেন। এক্ষেত্রে জামায়াতেরও প্রভাব তুলনামূলকভাবে কাছাকাছি পর্যায়ে।

নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শের দলগুলোর প্রভাব বেশি থাকবে বলে এ জরিপে উঠে এসেছে। ২০ দশমিক ৫ শতাংশ ভোটার মনে করেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ইতিবাচক প্রভাব থাকবে আগামী নির্বাচনে। তবে অন্য দলগুলোর তৃণমূলের রাজনৈতিক প্রভাব থাকবে বলে মনে করেন ২১ দশমিক ৬ শতাংশ। ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার মনে করছেন তাদের কাছে জুলাই অভ্যুত্থানের আদর্শিক অবস্থান গুরুত্বপূর্ণ।

বিএনপির রাজনৈতিক প্রভাবের তুলনায় জামায়াতের এককভাবে কিছুটা বেড়েছে বলে জরিপে উঠে এসেছে। এতে উঠে এসেছে- তরুণদের কাছে জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে। তা ছাড়া রংপুর ও খুলনা বিভাগে ভোটের আধিপত্যে এগিয়ে রয়েছে দলটি। বাকি ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের অবস্থান দলটির খুব কাছাকাছি রয়েছে।

কোন বিভাগে কে এগিয়ে- এমন তথ্যে বলা হয়েছে, ঢাকা বিভাগে বিএনপির ভোটের আধিপত্য ৪৪ দশমিক ৭ শতাংশ, যেখানে জামায়াতের প্রভাব ২৫ দশমিক ৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগেও এগিয়ে বিএনপি। এ বিভাগে বিএনপির ভোট ৪৭ দশমিক ৮ শতাংশ আর জামায়াতের ২৭ দশমিক ৩ শতাংশ। ছাত্র সমর্থিত দলের প্রভাব ৭ দশমিক ৪ শতাংশ।াব ভ া

তবে রংপুরের ভোটব্যাংকে এগিয়ে জামায়াত। এ বিভাগে ৪৪ দশমিক ৯ শতাংশ ভোটার জামায়াতের আর ২১ দশমিক ৭ শতাংশ ভোটার বিএনপির। জামায়াতের আরেকটি শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত হয়েছে খুলনা বিভাগ। এ বিভাগের ৪৬ দশমিক ৯ শতাংশ জামায়াতের ভোটার আর ৩৮ দশমিক ৩ শতাংশ বিএনপির ভোটার।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত