Tuesday , 12 November 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. ধর্ম ও জীবন
  11. নির্বাচিত কলাম
  12. প্রবাস জীবন
  13. প্রযুক্তি
  14. বাণিজ্য
  15. বাংলাদেশ

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান বস্ত্র ও পাট উপদেষ্টার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2024 8:50 am

দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সেখ বশির উদ্দীন।

সোমবার (১১ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোনো ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে।

সভার সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টার নেতৃত্ব ও নির্দেশনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম।

এ সময় অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, যুগ্মসচিব রায়না আহমদ উপস্থিত ছিলেন।

রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন সেখ বশির উদ্দীন। পরে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আজ উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে তার প্রথম কার্যদিবসে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

Facebook Comments Box

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত