Tuesday , 3 December 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. ধর্ম ও জীবন
  11. নির্বাচিত কলাম
  12. প্রবাস জীবন
  13. প্রযুক্তি
  14. বাণিজ্য
  15. বাংলাদেশ

আন্তর্জাতিক জোট ব্রিকসকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2024 4:23 pm

আন্তর্জাতিক জোট ব্রিকসকে কড়া হুঁশিয়ারি দিয়েছে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকাশমান অর্থনীতির জোটকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলো ডলারকে পাশ কাটিয়ে যদি নতুন মুদ্রানীতি আনতে চায়, তাহলে তাদের ওপর শতভাগ ভাগ শুল্ক আরোপ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত শনিবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন তিনি। সেখানে ট্রাম্প লিখেছেন, ‘ব্রিকসের সদস্য দেশগুলোর কাছ থেকে আমরা নিশ্চয়তা চাই যে, তারা নতুন একটি মুদ্রানীতি তৈরি করবে না। অথবা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন করবে না। যা শক্তিশালী মার্কিন ডলারকে প্রভাবিত করে। ’

এই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে ‘তাদের ১০০’ শতাংশ শুল্কের মোকাবেলা করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ব্রিকস সদস্য দেশ গুলো য়দি তার কথা না শোনে তাহলে, চমৎকার অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে তাদের পণ্যে বিক্রিকে বিদায় জানাতে হবে। তিনি দাবি করেন, ‘শুষে নেওয়া’র জন্য তাদেরকে আরেকটি দেশ খুঁজতে হবে।

Facebook Comments Box

সর্বশেষ - বাণিজ্য