banglanews
Wednesday , 29 January 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়: আমীর খসরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 29, 2025 12:13 pm

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, ব্রাজিল-বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।

দেশে গরুর মাংসের দাম অনেক বেশি দাম নিয়ন্ত্রণে সেখান থেকে গবাদি পশুর মাংস কিভাবে আমদানি করা সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয় সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে। ব্রাজিল আমাদের দুধ উৎপাদনে সহযোগিতা করতে চায়। ব্রাজিল কৃষির দিক থেকে উন্নত ও অনেক এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা চিনিসহ অনেক কিছু আমদানি করি।

তিনি আরও বলেন, বৈঠকে খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে আলাপ হয়েছে। ব্রাজিলে বাংলাদেশের গার্মেন্টস পোশাক রপ্তানি হচ্ছে, সেটা আগামীতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া খেলাধুলার বিষয়ে আলোচনা হয়েছে। তারা খেলা নিয়ে সহযোগিতা করতে রাজি আছে। বাংলাদেশের ফুটবলকে কীভাবে আরও বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে তারা সহযোগিতা করতে রাজি আছে। আগামী দিনে আমাদের ফুটবলে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করব।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা