আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় মুষলধারে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ঘরবাড়ি এবং হাসপাতাল প্লাবিত হয়েছে। বেশ কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছে। আর্জেন্টিনায় না থাকলেও বাহিয়া ব্লাঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন লিওনেল মেসি।
নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি।’
মেসি আরও যোগ করেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেই সব পরিবারের জন্য আমার সমবেদনা রইল এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে, সেই কামনা থাকল।’
বাহিয়া ব্লাঙ্কায় পরশু ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এটা বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ। প্রচণ্ড স্রোতে গাড়ি ভেসে যাওয়ার ঘটনা দেখা গেছে ভিডিও ফুটেজে।
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন দুই তরুণী। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, আর্জেন্টিনার কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।