রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে রামপুরার বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে ব্যবসায়ী আনোয়ার স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল করে তার কাছ থেকে স্বর্ণ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। তারা দুই রাউন্ড গুলি করে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি পাশের বাসা থেকে কে বা কারা ভিডিও করে। পরে আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পথচারীরা। ঢামেক হাসপাতালের ক্যাম্প হাসপাতালের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত ব্যবসায়ীর অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে।