আপাতত নতুন করে কেউ চাইলেই আর সরাসরি বিএনপির প্রাথমিক সদস্যপদ পাবেন না। এ সময়ে দেশের সবচে বড় এ দলটি সদস্য করার প্রক্রিয়ায় পরিবর্তন আনছে।
দলীয় সদস্যদের নির্ধারিত চাঁদা পরিশোধ করার মধ্য দিয়ে প্রাথমিক সদস্য পদ নবায়নের কার্যক্রম শুরু করেছে বিএনপি।
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নিজে সদস্যপদ নবায়ন করে এই কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৭ সালে বিএনপি সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়ন করেছিলো। এবার দলটি প্রাথমিক সদস্য পদ নবায়ন ফি ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা করেছে। এর মধ্য দিয়ে দলটির একটি বড় তহবিল গঠন হবে বলেও মনে করেন তারা।
তবে, আপাতত নতুন কেউই বিএনপির প্রাথমিক সদস্য পদ পাবেন না। নতুনদের দলের সদস্য পদ দেয়ার প্রক্রিয়া নিয়ে একটি ধারণাও দিয়েছেন দলটির নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সদস্য নবায়ন হবার পরে নতুনদের যুক্ত হবার প্রক্রিয়া শুরু হবে। তবে এবার তাতে থাকবে ছাকনি।।
রাজনৈতিক দলের নতুন সদস্য হওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে বিএনপিকে এবার নতুন সদস্য নিতে সতর্ক থাকতে হবে নিজেদের রাজনৈতিক স্বার্থে, এমনটাই মনে করেন রাজনীতি সচেতন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য।