কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মতো গোলবন্যার সাক্ষী হয়নি রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাসের সঙ্গে জায়ান্টদের ম্যাচে জালে বল জড়িয়েছে মাত্র একবার। ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল। সেসঙ্গে ফাইনালে উঠার মিশনে এগিয়ে থাকল তারা।
সান সেবাস্তিয়ানে এদিন দাঁতের সমস্যায় ভোগা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামে রিয়াল। সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে দাপুটে ফুটবল উপহার দিতে পারেনি সফরকারীরা। বল দখল পিছিয়ে ছিল তারা। আক্রমণে তাদের সঙ্গে পাল্লা দিয়েছে সোসিয়েদাদ। অতিথিদের রক্ষণে ভীতি ছড়ায় তারা। পোস্টের নিচে আন্দ্রে লুনিন অসাধারণ কিছু সেভ না দিলে হার নিয়ে ফিরতে হতো রিয়ালকে।
ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি রিয়াল। ১৯ মিনিটে জুড বেলিংহামের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নেন এন্দ্রিক। এরপর ঠান্ডা মাথায় জালে জড়ান এই ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড। এই গোল আগলে রেখে ম্যাচের বাকি সময় কাটিয়ে দেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয় লেগে আগামী ২ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদকে আতিথেয়তা দেবে রিয়াল।