banglanews
Friday , 7 March 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

গঙ্গার পানি বণ্টন নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 7, 2025 11:29 am

আগস্টের পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশের মধ্যে চলা টানাপোড়েনে বরফ গলতে শুরু করেছে। দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাসের যে ঘাটতি ছিল, তা ঠান্ডা হওয়ার ইঙ্গিত মিলছে ধীরে ধীরে। ভারতের পক্ষ থেকে জোর করে গঙ্গার পানি আটকে রাখার অভিযোগ অনেকে করলেও বাংলাদেশের প্রতিনিধিদল সরেজমিন পর্যালোচনা করে জানায়, দুদেশের পানি বণ্টন চুক্তি অনুযায়ীই পানির ন্যায্য হিস্যা পাচ্ছে পদ্মা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তিবিষয়ক যৌথ কমিটির বৈঠক চলমান রয়েছে। বৈঠকে ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ আবুল হোসেন। দুদেশের যৌথ নদী কমিশনের ৮৬তম এই বৈঠক চলবে ৮ মার্চ পর্যন্ত।

আবুল হোসেন কালবেলাকে বলেন, ১৯৯৬ সালে গঙ্গা চুক্তি বাস্তবায়নের পর থেকেই প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত আমাদের চার সদস্যের দল এবং ভারতের চার সদস্যের দলের উপস্থিতিতে প্রতিদিন চারবার গঙ্গার পানি মাপা হয় এবং চুক্তি অনুযায়ী যার যতটুকু পানি পাওয়ার, তা ভাগ করে নেয়। আর এ বিষয়গুলো ঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যালোচনা করতে দিল্লি ও ঢাকা থেকে উচ্চপর্যায়ের কমিটি যায় এবং চুক্তি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না বা আমরা যতটুকু পানি পাওয়ার কথা, তা পাচ্ছি কি না, সে বিষয়গুলোই তখন পরীক্ষা করা হয়। আমরা গত মঙ্গলবার ফারাক্কা গিয়েছিলাম, সব কিছুই পরীক্ষা করেছি। কোথাও সমস্যা নেই। গতকাল বৃহস্পতিবার আমরা কলকাতায় এসে যৌথ বৈঠক করেছি।

দুপক্ষের আলোচনায় কী বিষয় এসেছে—জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পানির ভাগাভাগি গাইডলাইন অনুযায়ী ঠিকভাবেই হচ্ছে, আমরা সেটাই জানিয়েছি। তবে চুক্তি বাস্তবায়ন সঠিকভাবে হওয়ায় আমরা সন্তুষ্ট হলেও এবার গঙ্গার পানি প্রবাহ কম সে বিষয়টি আমরা শুধু তাদের কনসার্ন জানিয়েছি।

জানা যায়, ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি হয় গঙ্গার পানি বণ্টন নিয়ে। চুক্তি অনুযায়ী প্রতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিদিন চারবার পানির পরিমাপ করা হয় এবং দুপক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী যার যতটুকু পানির প্রাপ্যতা ভাগাভাগি হয়। এর পাশাপাশি দুদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মার্চে এসে ভাগাভাগি বা পরিমাপ ঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যালোচনা করে। তাই গঙ্গার পানি চুক্তি পর্যালোচনায় এ বছরও বাংলাদেশ থেকে ভারতে গেছে প্রতিনিধিদল। গত মঙ্গলবার ফারাক্কা ব্যারাজে গিয়ে গঙ্গা থেকে পদ্মায় জলপ্রবাহের পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখে তারা। কোন প্রক্রিয়ায় গঙ্গা থেকে পদ্মায় জল যায়, তাও পর্যালোচনা করে। পর্যালোচনা করে বাংলাদেশের প্রতিনিধিদল পানি বণ্টনে অনিয়ম দেখতে পাননি। প্রাকৃতিক কারণে প্রবাহ কমে যাওয়ার কারণে গঙ্গার পানি কমে যায়, ফলে প্রাকৃতিক কারণেই পদ্মায়ও পানি কমছে।

এদিকে ৩০ বছরের জন্য সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশ নতুন করে চলমান বাস্তবতা যাচাই করে যৌথ নদী কমিশন। বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও উঠেছে বৈঠকে। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে জানতে চাইলে প্রতিনিধিদলের প্রধান আবুল হোসেন কালবেলাকে বলেন, ‘গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে একটি নতুন যৌথ কমিটি হবে, সেই যৌথ কমিটি গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করবে।’

বাংলাদেশ-ভারত সম্পর্কে ফারাক্কা বাঁধ নিয়ে বারবার অভিযোগ ছিল। ১৯৯৬ সালে সম্পাদিত ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী গঙ্গা নদীতে ৭০ হাজার কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে ৩৫ হাজার কিউসেক। আর ৭৫ হাজার কিউসেকের বেশি পানি থাকলে ৪০ হাজার কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তিতে পানি বণ্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও সেটি ঠিকমতো মানছে না ভারত। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অন্যায়ভাবে অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ-পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। তবে এবার বাংলাদেশের প্রতিনিধিদল সরেজমিন পরীক্ষা করে চুক্তি অনুযায়ীই সব বণ্টন হচ্ছে জানায়। পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশের মধ্যকার যে টানাপোড়েন এবং দুদেশের জনগণের অভিযোগের যে পাল্লা, সেখানে বাংলাদেশের ফারাক্কা পর্যালোচনা করে যা দেখা গেছে, তা দুই দেশের উত্তেজনার পরিস্থিতিতে নিঃসন্দেহে স্বস্তিদায়ক।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত
সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের পাশে শামা ওবায়েদ

সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের পাশে শামা ওবায়েদ

৩১ দফা বাস্তবায়ন হলে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে : শামা ওবায়েদ

৩১ দফা বাস্তবায়ন হলে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে : শামা ওবায়েদ

সংস্কার প্রস্তাবে আলোচনা দীর্ঘায়িত হলে সংকট বাড়বে – তারেক রহমান

এবার ২২ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি, যা বললেন যাত্রীরা

বাংলাদেশের পাঠ্যপুস্তকের তথ্য ও মানচিত্র নিয়ে চীনের আপত্তি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেলেনস্কির বৈঠক

চাকরির খোঁজে ঢাকায় আসা তরুণকে জঙ্গি নাটকে খুন

এমপিওভুক্তির দাবি মেনে নিল সরকার, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বই প্রকাশের জন্য আর কাউকে যেন জেলে যেতে না হয়: মাহমুদুর রহমান