দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি, ছিনতাই ও ডাকাতি বাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
রোববার দিবাগত রাত একটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের হলপাড়া নামক স্থান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজুতে এসে জড়ো হন।
এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, দেশে ছিনতাই, ডাকাতির পরিমাণ হু হু করে বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। বরং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে মিডিয়ায় বলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে নতুবা গদি ছাড়তে হবে।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, দেশে চরম নিরাপত্তা সংকট চলছে। প্রতিনিয়তই নিরপত্তা শঙ্কায় ভুগছে মানুষ। অথচ দায়িত্বে বসে কোনো কাজ করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। উনার পদত্যাগ চাই পাশাপাশি দেশের দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি চাই।