banglanews
Friday , 14 March 2025 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমাতে হবে: মাহমুদুর রহমান

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 14, 2025 10:21 am

সেনাবাহিনী ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এটি অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, এ দূরত্ব কমাতে হবে।

বৃহস্পতিবার দৈনিক আমার দেশ মিলনায়তনে লে. ক. (অব.) হাসিনুর রহমান বীর প্রতীকের লেখা ‘আয়নাঘর তুমি ও আমি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বইটি প্রকাশ করেছে বিন্দু প্রকাশ।

মাহমুদুর রহমান বলেন, হাসিন যে বন্দুক ধরা হাতে কলম ধরবে এটা শুনে আমি অবাক হয়েছি। হাসিন বাংলাদেশে এক ধরনের আইকনিক ফিগার হয়েছে। সে নিজে একজন ভিকটিম হয়েও বসে না থেকে ভয়ানক রাষ্ট্র ব্যবস্থার কথা বিশ্বকে জানিয়েছে। আমি নিজেও ২০১০ সালে র‍্যাবের আয়নাঘরে গিয়েছিলাম। হাসিন অনেক কষ্ট করেছে। অবিশ্বাস্য যে এ দেশে একজন সার্ভিং মিলিটারি অফিসারকে গুম করে অত্যাচার করেও অনেকেই নিজেকে দেশপ্রেমিক দাবি করে।

আমার দেশ সম্পাদক বলেন, আমি তিনটি ঘটনা বলতে চাই প্রণব মুখার্জি তার দ্যা কোয়ালিশন ইয়ার্স বইতে লিখেছেন, বাংলাদেশের এক সেনাপ্রধান চাকরি রক্ষার জন্য তার কাছে গিয়েছে। আরেকটি ঘটনা, জেনারেল সোহরাওয়ার্দী টকশোতে বলেছিলেন, বাংলাদেশের কোনো সেনাপ্রধান দিল্লির নির্দেশ ছাড়া সেনাপ্রধান হয় না। তৃতীয় ঘটনাটি হলো জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট নিয়ে ভলগার তুর্ক কয়েকদিন আগে বলেন, তিনি সেনাবাহিনীকে মেসেজ পাঠিয়েছিলেন তারা যদি গুলি চালায় তারা পিস মিশন বন্ধ করে দেবে। এজন্য জুলাই বিপ্লবের পরে সেনাবাহিনী আর গুলি চালায়নি।

মাহমুদুর রহমান বলেন, আমার মনে হয় সেনাবাহিনী ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এটি অনভিপ্রেত। এটি শুরু হয়েছে ১/১১ থেকে। এই দূরত্ব বাড়াতে দিল্লির নির্দেশে হাসিনা যা যা করা দরকার তাই করেছে। এ দূরত্ব কমাতে হবে। আমরা মনে করি সেনাবাহিনীর ভুল স্বীকার করা দরকার।

লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আয়নাঘরে বন্দি থাকা অবস্থার অভিজ্ঞতা তুলে ধরেছেন বইয়ে। তিনি বলেন, সরকারের স্বৈরাচারিতার কারণে বই লিখতে বাধ্য হয়েছি। চেষ্টা করেছি সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। তবে সেনাবাহিনী কোনো গুরুত্ব দেয়নি।

বইয়ের ওপর আলোচনায় অংশ নেন— ব্রি. জে (অব.) হাসান নাসির, কূটনীতিক সাকিব আলী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আজিজ খান, ইকবাল চৌধুরী, বিন্দু প্রকাশের নির্বাহী প্রকাশক মাসুদ হেলাল জব্বার প্রমুখ।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত