banglanews
Monday , 30 December 2024 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আপনার জন্য
  3. আলোচিত সংবাদ
  4. একটু থামুন
  5. খেলা
  6. চাকরি
  7. জীবনযাপন
  8. জেলা সংবাদ
  9. ডাক্তার আছেন
  10. দুর্নীতি
  11. ধর্ম ও জীবন
  12. নির্বাচিত কলাম
  13. প্রবাস জীবন
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য

নির্বাচিত সরকার না আসলে দেশের সমস্যার সমাধান করা সম্ভব না: শামা ওবায়েদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2024 3:14 pm

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের মানুষ একটি যৌক্তিক সময় নির্বাচন দেখতে চায়। যত দিন পর্যন্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসবে, তত দিন দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্যই গত ১৫ বছর বিএনপি লড়াই–সংগ্রাম করে আসছে।

আজ সোমবার বেলা একটার দিকে ফরিদপুরের নগরকান্দায় মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশে যদি গণতন্ত্রের ধারা কায়েম করতে হয়, যদি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির নামে বা বিএনপি নেতার নামে কেউ যদি চাঁদাবাজি বা দখলবাজি করে, তাকে আপনারা স্রেফ পুলিশে ধরিয়ে দেবেন।’

দেশে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র কিন্তু চলছে। সচিবালয় যখন পোড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন অযাচিত ঘটনাগুলো ঘটে, তখন আমাদের মনে হয় ফ্যাসিবাদের দোসররা, আওয়ামী লীগের দোসররা আমাদের আশপাশে আছে। সেখান থেকে উঠে আসতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

শামা ওবায়েদ বলেন, ‘যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমাদের ভেতরে যেসব বেইমান আছে, তারা সুযোগ পাবে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না এলে জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এ জন্যই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয়, তার সবই ৩১ দফায় রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান তথা সব ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই বাংলাদেশি।

Facebook Comments Box

সর্বশেষ - খেলা