জামালপুরের ইসলামপুরে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইসলামপুর পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের ভানু চন্দ্র মৃধার ছেলে পৌর আ. লীগের সদস্য শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৫) এবং উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ডাবলু (৩৫)।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ইসলামপুর থানার এসআই আব্দুল হাই বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ছাত্রলীগ নেতা শাহ আলম ডাবলুকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ছাড়া গত ১৬ ডিসেম্বর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদি হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা শ্রী কাজল চন্দ্র মৃধাকে আদালতে পাঠানো হয়েছে।
ইসলামপুর থানা ওসি মো. সাইফুল্লাহ সাইফ কালবেলাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের মতো ইসলামপুরে অপারেশন ডেভিল হান্টের পরিচালনা করে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।
অন্যান্য খবরঃ
গণহত্যার বিচার না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে : রিজভী
লালগালিচায় ঢাকার খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার