ফরিদপুরের সালথায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ সোমবার বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধা বাড়িতে এবং তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা বিতরণ করেন।
এসময় শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, বিএনপি গণমানুষের রাজনীতি করে, তাই তাদের যেকোন বিপদে-আপদে ও প্রয়োজনে পাশে থাকে। এসময় শামা ওবায়েদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
আর্থিক সহযোগিতার প্রধানকালে সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, শিক্ষক নেতা জাহিদুর রহমান, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।